আগে দেখেছি গো আমি ভাঙ্গে নদী বর্ষা কালে,
এখন দেখে ভাঙ্গে অন্তর নদী বছরের বারটি মাসে,
অন্তর শুধুই ভেঙ্গে চলে, নদীর উথাল পাথাল জ্বলে,
ভাবিনি আগে ভালোবেসে পাব এমন জ্বালা
আমার অন্তর নিয়ে তারা করবে নিঠুর খেলা,
যেমন সাপুরিয়া সাপ দিয়ে খেলে পরে মরে তার সবলে,
তুমি তেমনি আমায় মারলে,
ভালবেসে শুধুই আমার ভেঙ্গে গেলো মন
দিন রজনী জ্বলছে বুকে বিরহের আগুন
যেমন মরুর বেদুঈন সব হারিয়ে
ঘোরে বন জঙ্গলে,
তুমি তেমনি আমায় ঘোরালে,