কোন দেশে রাখাল ছেলে
প্রান খুলে গান গায়
কোন দেশের মেয়ে কলসী
কাকে নদীর ঘাটে যায়
কোন দেশে সূর্য উঠে
হারায় দুর নিলি মায়
কোন দেশ স্বাধীন হয়েছ
এক সাগড় রক্তের বিনিময়
সে আমার দেশ বাংলাদেশ
সোনার বাংলাদেশ
কোন দেশে আকাশে সাদা
বক উড়ে যায় ডানা মেলে
কোন দেশে কৃষ্ণচূড়ার ডাল
সাজিয়েছ রাঙ্গা ফুলে
সে আমার দেশ বাংলাদেশ
সোনার বাংলাদেশ
কোন দেশে কৃষক লাঙ্গল কাঁধে
সোনা ফলায় মাঠে
কোন দেশে মাঝি নায়ের বাদাম
তুলে ভেসে যায় অচিন দেশে
সে আমার দেশ বাংলাদেশ
সোনার বাংলাদেশ