আপন মানুষ দুঃখ দিলে
মোঃ তবিবুর রহমান হৃদয়


আপন মানুষ দুঃখ দিলে দুঃখ প্রানে সয়না
বলতে গেলে কারো কাছে কেউতো ফিরে চায়না
কেউ শোনেনা কোন কথা বহে বুকে কি যে ব্যথা
এ জীবন কুল খুঁজে পায়না !!


বোবা পাথরের মত চেয়ে চেয়ে দেখি
চাতকের মত আমার অপলক আঁখি !!
শ্রাবনের মত দু'চোখ ঝরে অবিরাম
তবুও তো কেউ কিছু কয়না !


আকাশের মত বুকে মেঘ রোদ বৃষ্টি ঝরে
যমুনার মত বুকে জমে গেছে বালুচরে !!
পাহাড়ের মত ঝরে বহে ব্যথা বুক চিরে
বুক জুরে বিরহের গয়না !


তারিখ-২২/০২/২০২৩