আপন কি আর আপন থাকে লাগলে সার্থে ঘাঁ, নিমেষেই পথ বদলে ফেলে তার বাড়ানো পা,
বোঝেনা সে স্বজন সুজন কোনটা ভালো মন্দ
অর্থের অমা-নিশায় সে লেগে রাখে দ্বন্দ্ব,
কাগজের ফুলের গন্ধে সে মুগ্ধ সারাক্ষন
আসল ফুলের গন্ধ ভালো লাগেনা তখন
তার মনেতে নেই স্নানের গন্ধ, মুখে শুধুই
প্রেমের ছন্দ,
বোঝেনা সে স্বজন সুজন কোনটা ভালো মন্দ
অর্থের অমা-নিশায় সে লেগে রাখে দ্বন্দ্ব,
বিবেক হীনার শৃঙ্খলে আজ হাত'পা তার জব্দ
মহুতের বানি শোনাতে তার মুখে কোন নেই শব্দ
তার মনেতে নেই স্নেহের গন্ধ, মুখে শুধুই
প্রেমের ছন্দ,
বোঝেনা সে স্বজন সুজন কোনটা ভালো মন্দ
অর্থের অমা-নিশায় সে লেগে রাখে দ্বন্দ্ব,