আমার এ মন ভেঙ্গে দিলে তোরে কেউ দেবেনা জেলে
অন্তর ভাঙ্গার বিচার তো হয় না কোন আদালতে,
তোর মন যতো চায় দুঃখ দিতে দেনা আমার বুকেতে,
(রে বন্ধু)....
তোর মন যতো চায় দুঃখ দিতে
দেনা দুঃখ আমায় ভালোবেসে,
মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা যদি সমান কথা হয়,
আমার মনটা ভাঙ্গতে কি তোর লাগে নিরে ভয়,
থাকতো যদি জজ বেরিস্টার করতো অন্তর ভাঙ্গার বিচার,
ভাঙ্গতো না মন আমার মতো কেউনা ভালোবেসে,
ফুল ছেড়া নিষেধ যেমন প্রতিটি বাগানে লেখা থাকে,
মন ভাঙ্গা নিষেধ যদি ভালোবাসায় লিখে রাখে,
কোন চিতায় পুরতো না মন
ভাঙ্গতো না মন নদীর মতন
আমার মতো কাঁদতো না কেউ প্রেম ভালোবেসে