আমি যেদিন যাবো মারা রাসুলের নামে কবরে দিস কবর তোরা
সেদিন রাসুল বিনা কে তরাবে মোরে অন্ধকার কবরে
(২বার)সেদিন রাসুল বিনা কে তরাবে মোরে রোজ হাশরে


সোঁ না দানা গহনা কাটি/ ভাই ব্রাদার সন্তানাদি
কেউ হবেনা  সঙ্গের সাথী
সাড়ে তিন হাত মাটির ঘরে যাইতে হবে একা কি
সেদিন দান সদকা কোরআন নামাজ ছাড়া-(২বার)
কেউ তো দেবে না সারা
সেদিন উম্মাত বলে পরিচয় দিও অন্ধকার কবরে
সেদিন রাসুল বিনা কে তরাবে মোরে রোজ হাশরে (২বার)


হেলায় হেলায় দিন যে গেলো বেলা ডুবে সঁন্ধা হলো
দিনে দিনে হইলো ভারি পাপের ডালি
ছা ইড়া দিয়া রোযা নামাজ  কালিমা হজ্জ যাকাত
কি করে মুছবো মোরা অন্তরের কালি
ওরে সময় থাকতে ধরো নামাজ (২বার)
শক্ত হাতে করো দিনের কাজ
নইলে খোদার আ যাব ধরবে তোরে পাকরে
অন্ধকার কবরে
সেদিন রাসুল বিনা কে তরাবে তোরে অন্ধকার কবরে
সেদিন রাসুল বিনা কে তরাবে মোরে রোজ হাশরে (২বার)