আমার স্বপ্ন গুলো ভেঙ্গে হলো চুরমার
চারিদিকে ধু....ধু.. বালুচর
বিরহের আগুন এ বুকে বেধেছে ঘর
দু চোখে শ্রাবণ ও আষাঢ়,


নিয়তির দাবা খেলা বোঝা বড় দায়
কেউ হাসে চিরদিন কেউ কেঁদে যায়
ভালবাসার অপরাধে আমাকে তুমি
করেছো মরুর যাযাবর,


বিরহী আত্মার এই অভিশাপ
তোমার সুখের বুকে হবে বজ্রাঘাত
আমাকে ব্যথা দিয়ে
কি এমন সুখ পেলে
ভাবিয়ে দেখ একবার,