আমার স্বপ্ন গুলো ভেঙ্গে গেলো
আপন মানুষ ভেঙ্গে দিলো
পর মানুষে কখনো তো স্বপ্ন ভাঙ্গে না রে
আমার চোখের কোঁণে বৃষ্টি এলো
পর মানুষে মুছে দিলো
আপন মানুষ কখনো তো মুছতে এলো না রে
ভোলা মন রে........মন রে আমার
পর ভালো না আপন ভালো বুঝতে আমি পারি নারে
বুঝতে আমি পারিনা


পরের ব্যথা যায় ভোলা যায় আপন জনার না
সার্থ ছাড়া আপন জনা হয় যে অচেনা
ভোলা মন রে........মন রে আমার
পর ভালো না আপন ভালো বুঝতে আমি পারি নারে
বুঝতে আমি পারিনা


আপন জনার দুঃখে অণল ধিকি ধিকি জ্বলে
গাছের গোড়া কেটে দিয়ে যেন মাথায় পানি ঢালে
ভোলা মন রে........মন রে আমার
পর ভালো না আপন ভালো বুঝতে আমি পারি নারে
বুঝতে আমি পারিনা