যদি তুমি কোন দিন অন্তত একবার ভাবতে আপন
মনে আমার কথা,
তবে তুমি কখনো এই আমায় দিতে পারতে
কি এতো ব্যথা,
ও স্বজনি মিথ্যেই ছিলো তোমার মালা গাঁথা,
অন্তরের অন্তর দেখার চোখ তোমার নেই
এক হৃদয়ের ভাষা বোঝার মন তোমার নেই
ছিলো শ্তধু অভিনয় ছলনার কালো মেঘে
তোমার পৃথিবী ঢাকা,
পরকে তুমি করে আপন সাজালে জীবন
আমার বুকে জ্বেলে দিয়ে বিরহের আগুন
ভাবলেনা একবার নিলেনা খবর কোন
সাগড়ের জ্বলে ভিজে চোখের পাতা,