আমার কলিজা করলি টুকরো টুকরো
কসাই যেমন করে রে বন্ধু
.....কসাই যেমন করে
আমার অন্তর জমিন ভেঙ্গে দিলি
যেমন নদী ভাঙ্গে গড়ে রে বন্ধু
.....(নদীর মতো করে
......পাষাণ বন্ধুরে আমার জন্য একটু মায়া
ছিলো না কি তোর পাষাণ অন্তরে,
......নিঠুর বন্ধুরে আমার জন্য একটু মায়া ছিলো না কি তোর নিঠুর অন্তরে,


প্রতিশোধ কখনো নে বোনা আমি,
যতো খুশি পারো আঘাত দিয়ে যাও তুমি,
শুধু খোদার দু'য়ারে, বলবো মিনতি করে,
শেষ বিচারে তোরে, না যেন ছাড়ে,
......পাষাণ বন্ধুরে আমার জন্য একটু মায়া ছিলো না কি তোর পাষাণ অন্তরে,
......নিঠুর বন্ধুরে আমার জন্য একটু মায়া ছিলো না কি তোর নিঠুর অন্তরে,


যতো বার গিয়ে ছিলাম তোমার দু'য়ারে,
ততো বার আঘাত করে দিয়েছো ফিরে,
তাই কষ্টকে নিয়ে বুকে,
ব্যথার শ্রোতে ভেসে,
চলছি এই গান গেয়ে ঢাকার শহরে
....পাষাণ বন্ধুরে আমার জন্য একটু মায়া
ছিলো না কি তোর পাষাণ অন্তরে,
....নিঠুর বন্ধুরে আমার জন্য একটু মায়া
ছিলো না কি তোর নিঠুর অন্তরে,