দিয়ে যাও ফিরে আমার চিঠি,
নিয়ে যাও বুকটা চিরে তোমার স্মৃতি,
তোমার ঐ ভালোবাসা সাজানো ছিলো,
তাই তো জীবন আমার ব্যাথাই পেলো,
শুধু তোমার প্রতি আমার এই মিনতি,
আমার মত আর কারো ক্ষতি তুমি করো না সাথী ,,
.......দিয়ে যাও ফিরে আমার চিঠি,,


প্রেমের নামে তুমি করেছো শুধুই ছলনা,
তুমি যে এমন হৃদয় হীনা তা আমার ছিলো না জানা,
কলিজায় দিয়ে তুমি কলংকের দাগ,
মিছেই আমায় নিয়ে করেছো সোহাগ,
ভেঙ্গে দিলে দেয়া সব প্রতিশ্রুতি,
নিয়ে গেলে বেচে থাকার অনুভূতি,  
....দিয়ে যাও ফিরে আমার চিঠি,,


দক্ষিণা ফাগুন হয়ে এই বুকে দিয়ে তুমি দোলা,
নিরবেই মন ভেঙ্গে করেছো তুমি নিষ্ঠুর পুতুল খেলা,
আষাঢ় শ্রাবণ আমার ঝরে দু'চোখে,
কষ্টের হিমালয় জমা আমার এই বুকে,
আজ তাই নিঃস্ব আমি শুধুই একা কি,
তোমার কাছে শুধু দুরের অতিথি,  
.....দিয়ে যাও ফিরে আমার চিঠি,