আমার এই মন তো পাথরের নয়
দেখেছি তোমার বুকে শুধুই পাথর,
হৃদয় সাগরে বইছে ঢেউ তোমার
একবার নিলে না খবর,
.....আমার এই মন তো পাথরের নয়,
হৃদয়ে ছিলো যতো আশা,
বুকেতে পাথর মেরে সব কিছু ভেঙ্গে চুরে
রেখে গেছো নিরাশা,
চোখের কিনারা দিয়ে বইছে সাগর
বিরহে সাজানো আমার সুখের বাসর
তুমি নিলে না খবর,
......আমার এই মন তো পাথরের নয়,
ভেঙ্গে দিয়ে মন কাঁচের মতন,
বার বার কেন আসো আমার কাছে
প্রিয় জন,
নেই তো কিছু আজ তোমাকে দেবার
আঁধারে ঘেরা যে পৃথিবী আমার
তুমি নিলে না খবর,
.....আমার এই মন তো পাথরের নয়,