এক দিন তোর দমের গাড়ি, ছেড়ে যাবে
দুনিয়া দারি,
সে দিনের সেই স্টেশনে হইবে শুধু ভির,
চার চাক্কার মানব গাড়ি নিয়ে যাবে আপন বাড়ী
পৃথিবীর সব লেনা দেনা হইবে যে স্থির
হাওয়াই তেলে চলে গাড়ি নাই কোন গ্যারান্টি
এমন এক কোম্পানির গাড়ি নাই কোন ওয়ারেন্টি
গাড়ির নাই কোন ওয়ারেন্টি,
একে একে তিনটি মাসে, গাড়ি পড়বে খসে খসে,
ইঞ্জিনের সব যন্ত্র ফেটে হইবে রে চৌচির
নানান পথে চলতো গাড়ি গাই তো প্রেমের সারি
ভাবেনি সে থেমে যাবে এতো তারা তারি
হায়রে এতো তারা তারি,
ও সে হেলায় হেলায় দিন ফুরা লো, সঠিক পথে
নাহি গেলো,
চক্ষু হবে ছলো ছলো হইবিরে অস্থির,