আমারে যে দুঃখ দিলিরে বন্ধু তা
এক জীবনে ভোলার মত নয়!
ও তোর বিরহের আগুনে পুইরা
অন্তর আমার হইলো ছাই!
আমারে যে দুঃখ দিলিরে বন্ধু
এক জীবনে ভোলার মত নয়!
মসজিদ ভাঙ্গলে যায়রে গড়া আরো সুন্দর করে!
মন ভাঙ্গিলে গড়তে পারে নাই কারিগর
জগতো সংসারে!
আমার জীবন যৌবন বৃথা গেলো!!
বন্ধুরে তোর ছলনায়!
আমারে যে দুঃখ দিলিরে বন্ধু
এক জীবনে ভোলার মত নয়!
বিনা দোষে দোষী কইরা কাঁন্দাইলি জনম ভর!
বলে যারে নিঠুর বন্ধু এই কি ছিলো পরিচয় তোর!
ও তুই কোন পাষাণ পাথরের তৈরি!!
তোর কি দয়া মায়া নাই!
আমারে যে দুঃখ দিলিরে বন্ধু
এক জীবনে ভোলার মত নয়!