আমার সমাধির পাশে
ফেলে না যেনো এসে
ঐ পাষাণী তার এক ফোটা জল ,
জীবন আমার বিরহে জ্বলে পুরে
করেছে অচল,
.......ঐ পাষাণী তার এক ফোটা জল


ভারা করে আনবে লোক ডেকে,
কাঁদার জন্য যদি কেউ না থাকে,
তবু যেনো সে না আসে,
আমার লাশের পাশে
ফেলে না যেন আঁখি জল  
.....ঐ পাষাণী তার এক ফোটা জল,


কখনো সে ভালো বাসে নি,
ভালো বাসা কি সে বোঝে নি,
আজ এই পথ ধারে
ফেলে কেনো বারে বারে
অণু তাপের আঁখি জল,
....ঐ পাষাণী তার এক ফোটা জল,


জীবনে সে পারেনি দিতে,
এক মুঠো সুখ বিলাতে
দিয়েছে শুধু জ্বালা
হেলা অবহেলা
এই কি বুঝি প্রেমের ফল,
...   ঐ পাষাণী তার এক ফোটা জল,