কে ডাকিস তোরা আলোর পথে আমাকে
দেবে কি আমায় তবে পথ দেখিয়ে এই ভবে,
আমি যে শুধু আঁধারের পথিক কষ্ট জমানো
এই বুকে,
....কে ডাকিস তোরা আলোর পথে আমাকে,


চায় নি দিতে কেউ আমাকে একটু স্নেহ মায়া মমতা,
তাই তো নয়ন আজ অশ্রু ভেজা অন্ধকার
এই পৃথিবীটা,
তাই তো চলছি আমি একা পথে সঙ্গী করে
এই দুঃখ টাকে,
.....কে ডাকিস তোরা আলোর পথে আমাকে,


কপালে বুঝি আমার লেখা ছিলো জন্ম থেকেই আমি জলব,
এই জীবনে সব হারিয়ে শুন্যতায় শুধু
কাঁদব,
তাই তো চলছি আমি আঁধার রাতে সঙ্গী করে এই কষ্ট টাকে,
......কে ডাকিস তোরা আলোর পথে আমাকে,