নিত্য ভাঙ্গে নিত্য গড়ে নিত্য উঠে ঝর,
নিত্য নিশি জ্বলে শুধু অবিশ্বাসের ঘর,
........আমার অবিশ্বাসের ঘর,


সেই ঘরেতে এখন কোন জোঁছনা ঝরে না
সকাল সন্ধা সুখ পাখিদের জলসা বসে না
আমার সাধের জনম বৃথা গেলো হইলো শুন্য বালুচর,
.....আমার অবিশ্বাসের ঘর,


ওই ঘরেতে আমি যেন জিন্দা একটা লাশ
কাটার মত লাগে আমার প্রতিটি নিঃশ্বাস
আমি কোন সে টানে রইলাম পরে বুকে নিয়ে ঝর,
......আমার অবিশ্বাসের ঘর,