সাথী আজ তোমার প্রতি এই শুধু মিনতি আমার,
যতোটা  আঘাত বুকে দিয়েছো আমার
এক ফোটা অভিযোগ করব না তার,
শুধু আমার মতো আর কারো সাথে করো না এমন তুমি নিঠুর ব্যবহার,
.....সাথী আজ তোমার প্রতি এই শুধু মিনতি আমার,


নিজের হাতে সাজিয়ে দিয়ে আমার এই মন,
সে মন পোরালে চিতায় কিসের কারন,
কেন যে আজ এমন হলো নিয়তি আমার
ভাগ্য আমার,
......সাথী আজ তোমার প্রতি এই শুধু মিনতি আমার,


পারব না ভুলতে তোমায় এই জগত সংসারে,
তোমার আশায় থাকব বসে মরনের পরে,
সে দিন তোমায় না পেলে খোদার কাছে
চাইবো বিচার, আমার অন্তরটা ভাঙ্গার,
.......সাথী আজ তোমার প্রতি এই শুধু মিনতি আমার,