এ রমজানে যাদের দিবা নাজাতের ঘোষনা
তাদের শামিল করো আমায় ভুলে যেওনা
আমার পাপের করলে বিচার বাচতে পারবনা
অনন্তকাল দোযখ হবে আমার ঠিকানা
আমায় ক্ষমা করলে কেউ তো তোমায় বাধা দেবেনা(২বার)
আমার গুনা ক্ষমা করো ওহে রব্বানা (২বার)


কত যতন কইরা তুমি বান্দা বানাইয়া
কেমনে তারে জাহান্নামে দিবা ফালাইয়া
আল্লাহ দিবা ফালাইয়া)
তোমার দয়ার নেই তো সিমা... ও ও ও ও(২বার)
তোমার দয়ার নেই তো সিমা নেই তো মোহনা
আমার গুনা ক্ষমা করো ওহে রব্বানা


রোজ হাশরে আমায় তুমি করনা অপমান
তোমার দয়ার ছায়ার নিচে দি ওগো স্হান
অনন্তকালের জন্য আমায়.. ও ও ও (২বার)
অনন্তকালের জন্য আমায় দিওনা  যাতোনা
আমার গুনা ক্ষমা করো ওহে রব্বানা