কেন পিরিতির নদীতে বন্ধু-
ভাসাইছিলি নায়--
পিরিতির লাগিয়া রে বন্ধু-
ভাসাইছিলি নায়--
তোর মনে কি নাই রে বন্ধু-
নাই কি ডর নাই----
পিরিতির নদীতে বন্ধু-
ভাসাইছিলি নায়--
কেন পিরিতির নদীতে বন্ধু-
ভাসাইছিলি নায়--।


ও--- যায় রে পাখি যায় উইড়্যা
সুখের বাসা খালি কইরা---
যায় রে পাখি.......খালি কইরা
নুতন সুখের দ্যাশে যায়--
পিরিতির নদীতে বন্ধু-
ভাসাইছিলি নায়--
কেন পিরিতির লাগিয়া রে বন্ধু-
ভাসাইছিলি নায়--।


ও--- কি সুখে তুই ভাবলি তবে
পাখিটা তোর আপন হবে---
কি সুখে তুই.......আপন হবে
স্বার্থের দুনিয়ায়--
পিরিতির নদীতে বন্ধু-
ভাসাইছিল নায়--
কেন পিরিতির লাগিয়া রে বন্ধু-
ভাসাইছিলি নায়--।


ও--- বোনের আগুন মনে জ্বলে
নেভে না তা জল ছিটাইলে----
বোনের আগুন....... জল ছিটাইলে
ক্যামনে নিভান যায়--
পিরিতের নদীতে বন্ধু-
ভাসাইছিলি নায়--
কেন পিরিতির নদীতে বন্ধু-
ভাসাইছিলি নায়--।


ও--- জানতাম যদি ছাইড়্যা যাইবি
চোখের পলকে হারাইবি----  
জানতাম যদি...... হারাইবি
বেড়ি দিতাম পায়--
পিরিতির নদীতে বন্ধু-
ভাসাইছিলি নায়--
কেন পিরিতির লাগিয়া রে বন্ধু-
ভাসাইছিলি নায়--।


-----------------
২৬/০৪/২০১৮, কল্যাণী