জোছনায় আলোকিত রাতে
সাথী হয়ে ছিলে তুমি সাথে।
প্রেমঘন আবেগের ঘোরে
বাঁধা পড়েছিলে বাহুডোরে।।


রাত কেটে এসেছিল ভোর
খোলে নাই তবু বাহুডোর,
মিতালীর সে মধুর মায়া
এখনো ধরিতে চাহে কায়া,
স্মৃতির পাপিয়া এসে দ্বারে
সে কথা জানায় সুরে সুরে।।


আজ তুমি শুধু এক ছবি
আমি আজ বিরহের কবি,
কতযে কবিতা আর গান
করেছি তোমার তরে দান।
গীতি-কবিতার পথ ধরে
বারে বারে আস তুমি ফিরে।।