আর কত ধন চাবি রে মন
ভরবে না তোর আশার ঘর।
তোর আশার ঘোড়া দিশেহারা
লাগামটি তার টেনে ধর।।


তোর জীবন গেলো চেয়ে চেয়ে
বিষাদ তোরে রাখল ছেয়ে,
ভরল না মন শত পেয়ে—
কাটল না তোর আশার ঘোর।
ভাবলি না তুই ত্যাগের কথা,
চাওয়া-পাওয়ার গুপ্ত ব্যথা—
কাঁদাল তোরে জীবনভর।।


মোক্ষলাভের সেই সূক্ষ্ম তত্ত্ব
করলি না মন তুই আয়ত্ত,
হলো না তোর জনম সত্য—
মিথ্যের উপর করলি ভর।
অধম সুভাষ কয় মনেরে,
চাওয়া-পাওয়ার হিসাব ছেড়ে—
পরপারের হিসেব কর।।