ওরে আমি কার সনে বাধিলাম ঘর
সে যে আমায় ভাবে শুধু পর,
ওরে আমি কারে দিলাম আমার পোড়া মন
সে যে আমায় ভাবেনা আপন ।।
সে যে রাখে আমায় দূরে দূরে
কাছে আসতে দেয়না,
প্রেমের ডাকে দেয়না সাড়া
কাছে টেনে নেয়না।।
হায়রে আমি কার সনে প্রেম করিলাম গো
সে যে শুধু ছল চাতুরী জানে,
মুখে মধু অন্তরে কেন এত বিষ
কত যে হায় আঘাত লাগে প্রাণে।।
ওরে যার তরে থাকি গো উতলা,
সে দেয় আমায় শুধু বিরহ জ্বালা ;
ওরে আমি কারে এত বাসিলাম ভালো,
যার ছোয়াতে নিভে গেল মোর জীবনের আলো।