ও আমার পরান পাখি তোরে আমি কোথায় রাখি ,
আমার ঘর নাই বাড়ী নাই ঠিকানাও জানা নাই ,
তাইতো তোরে দিলাম আমার মনের কোনে ঠাঁই ;
তোরে দেখে ভরে আঁখি ওরে আমার পরান পাখি ।
ওরে আমার পরান পাখি তোরে আমি কোথায় রাখি...
ভেবেছিলাম সোনার খাচায় তোরে বন্ধী করে রাখবো ,
হৃদয় উজার করে শুধু তোরে আমি ভালবাসবো ;
নিশিদিন তাই মনের পাতায় শুধু তোর ছবি আঁকি ,
খাচা আজও শূন্য আমার ওরে আমার পরান পাখি ।
ওরে আমার পরান পাখি তোরে আমি কোথায় রাখ...
চেয়েছিলাম সারাজীবন রাখবো তোরে আপন করে ,
আবেগমাখা প্রেম সোহাগে উঠবে আমার হৃদয় ভরে ;
তোর বিরহে কাঁদে এ মন ছল ছল আমার আঁখি ,
তুই ছ।ড়া মোর নিঃশ্ব জীবন ওরে আমার পরান পাখি ।
ওরে আমার পরান পাখি তোরে আমি কোথায় রাখি...