মরুর বুকে ফুটেছে এক
চোখ জুড়ানো ফুল!
সেই ফুলের ই সুবাসে আজ
দুনিয়া ব্যাকুল।
মা আমিনার কোলে দেখ
শিশু নবী হাসে,
সেই হাসির ই নূরের আলোয়
বিশ্ব ভুবন ভাসে।
চারিদিকে নূরের আলো
ছড়ালো সেই ফুল,
সে আমাদের প্রিয় নবী
মুহাম্মদ রাসুল।
বিশ্ব ভুবন উঠলো মেতে
আল্আমিনকে পেয়ে,
রাসুলুল্লাহ এলেন ধরায়
তাওহিদী গান গেয়ে।