লা শরীক আল্লাহ মহান ,
তার সৃষ্টি এ সারাজাহান ;
কুল মাখলুকাতের মালিক তিনি ,
সব জানা তার তিনি যে মহাজ্ঞানী ।
কি অসীম ক্ষমতাবান
তিনি রহীম রহমান,
তিনি পারেন করতে ক্ষমা ,
মানলে তার আদেশনামা ।
তিনি দেখালেন সিরাতাল মুস্তাকিম ,
শেষ বিচারের দিনে তিনিই হাকিম ।
কি অসীম ক্ষমতাবান
তিনি রহীম রহমান,
না মানলে কেউ তার বিধান
আখেরাতে পাবেনা পরিত্রাণ
তার করুণার নাইরে কোন সীমা ,
বিচার করেন দেখে আমলনামা ।
কি অসীম ক্ষমতাবান
তিনি রহীম রহমান,