কত কথা ছিল মুখে তোমাকে বলার,
কত প্রেম ছিল মনে তোমাকে দেয়ার;
সবই কি বিফলে যাবে রবে হাহাকার,
আজও তো খোলা মোর হৃদয় দুয়ার।।
তোমারে পাবার লাগি হয়েছি ব্যাকুল,
হৃদয় দেবার বেলা পাই না যে কূল ;
থেমে থেমে ওঠে ঝড় মন হারাবার,
ছলনায় করো ভুল কেন বার বার।
সবই কি বিফলে যাবে রবে হাহাকার,
আজও তো খোলা মোর হৃদয় দুয়ার ;
কত কথা ছিল মুখে তোমাকে বলার,
কত প্রেম ছিল মনে তোমাকে দেয়ার।
কত আশা বুকে বাঁধা কত স্বপ্ন দেখা,
তব দেয়া কথা আছে হৃদয়েতে লেখা;
দূরে থেকে কেন দাও দুঃখ বার বার,
আলেয়ার আলো হয়ে রবে কত আর?
সবই কি বিফলে যাবে রবে হাহাকার,
আজও তো খোলা মোর হৃদয় দুয়ার ;
কত কথা ছিল মুখে তোমাকে বলার,
কত প্রেম ছিল মনে তোমাকে দেয়ার।
আমার হৃদয়খানি মোমের পুতুল,
পুড়ে পুড়ে গলে যায় বিরহ অতুল;
তবু গান গেয়ে যাই প্রেম বাসনার,
তুমি মোর শুধু মোর নও কারো আর।
সবই কি বিফলে যাবে রবে হাহাকার,
আজও তো খোলা মোর হৃদয় দুয়ার ;
কত কথা ছিল মুখে তোমাকে বলার,
কত প্রেম ছিল মনে তোমাকে দেয়ার।