জ্বালাইয়া প্রেমের আগুন
কোথায় লুকাইলি,
মন কাড়িয়া নিয়া আমার
কোথায় পালাইলি।
ও বন্ধু আমার প্রাণ সজনী,
তোরে ছাড়া বৃথা যায় রজনী ;
কেন তুই প্রেমের স্বপ্ন দেখাইলি,
রূপ দেখাইয়া কেন মন কাড়িলি।
তুই যে আমার প্রাণ ভোমরা
প্রেমেতে মজাইলি,
মন কাড়িয়া নিয়া তুই আমায়
অকুলে ভাসাইলি।
নিশি রাইতে চান্দের আলোয়
তোরে দেখি আমার জানালায়,
প্রেমের আগুনে আমায় পোড়াইলি
দূরে থাইকা মনে জ্বালা ধরাইলি।