হেমন্ত আজ ডাক দিয়েছে
আয়রে তোরা আয় ,
ধানের ক্ষেতে ঢেউ বয়ে যায়
আয়রে তোরা আয় ।
হেমন্তের ঐ শিতল হাওয়ায়
প্রাণ যে জুড়ায় ,
পাকা ধানের গন্ধ সুধায়
মন ভরে যায় ।
চাষীর ঘরে খুশির ছোঁয়া
আয়রে তোরা আয় ,
হেমন্ত আজ ডাক দিয়েছে
আয়রে তোরা আয়।
সকল কৃষক কৃষাণী আজ
দেখে রঙ্গিন স্বপ্ন,
গড়বে নতুন জীবন তারা
সেই আশাতে মগ্ন।
চাষীর ঘরে খুশির ছোঁয়া
আয়রে তোরা আয় ,
হেমন্ত আজ ডাক দিয়েছে
আয়রে তোরা আয়।
নতুন ধানে আজকে হবে
নবান্ন উৎসব ,
বাংলা মায়ের কোল জুড়ে আজ
খুশির কলরব ।
চাষীর ঘরে খুশির ছোঁয়া
আয়রে তোরা আয় ,
হেমন্ত আজ ডাক দিয়েছে
আয়রে তোরা আয়।