গান গেয়ে যাই আপন মনে
দুঃখ ব্যথা ভুলবো বলে ,
গান গেয়ে যাই আকুল প্রাণে
মন হারিয়ে প্রেমের ছলে ।


ভালবাসার রঙ্গিন স্বপ্নে
মনটা ছিল বিভোর হয়ে ,
প্রেমের মালা গলায় পড়ি
কাটার অনেক জ্বালা সয়ে ।


প্রিয়ার দেখা মিলবে বলে ,
ঝাপ দিয়েেছি অথই জলে ।
গান গেয়ে যাই আপন মনে
দুঃখ ব্যথা ভুলবো বলে ,
গান গেয়ে যাই আকুল প্রাণে
মন হারিয়ে প্রেমের ছলে ।


হাজার স্মৃতি ভালবাসার  
হৃদয় কোনে দেয় যে হানা ,
অনেক প্রেমে অনেক জ্বালা
সে তো সবার আছে জানা ।


প্রেমের পরশ পাবো বলে ,
মন হারালাম কথার ছলে ;
গান গেয়ে যাই আপন মনে
দুঃখ ব্যথা ভুলবো বলে ,
গান গেয়ে যাই আকুল প্রাণে
মন হারিয়ে প্রেমের ছলে ।