একবারও বলো নি ভালবাসো
ইশারাতেও বলো নি কাছে আসো ,
তবু মনে হয় ভালবাসো
চোখে চোখ রেখে কেন হাসো !
প্রেমের বাঁধনে যদি বাঁধবে ই
কেন তবে করো এত ছল ?
হৃদয়ের দ্বার যদি খুলবে ই
ভেঙ্গে দাও কেন মনোবল ।
হাতে হাত রেখে যদি চলবে ই
বললে না কেন কাছে আসো ,
তবু মনে হয় ভালবাসো
চোখে চোখ রেখে কেন হাসো ।
একবারও বলো নি ভালবাসো
ইশারাতেও বলো নি কাছে আসো ,
তবু মনে হয় ভালবাসো
চোখে চোখ রেখে কেন হাসো ।
লাল গোলাপের প্রেম চাও তবে
কেন থাক দূরে দুঃখ লয়ে ,
ভুলে সব অভিমান থেকো মোর
খুব কাছে আপনার হয়ে ।
আজ মনে হয় ভালবাসো
চোখে চোখ রেখে তাই হাসো ।
একবারও বলো নি ভালবাসো
ইশারাতেও বলো নি কাছে আসো ,
তবু মনে হয় ভালবাসো
চোখে চোখ রেখে কেন হাসো