তোমার মনের মাঝে ঠাঁই পেতে চাই
আমায় আপন করে নাও ;
তোমার হৃদয় বীণায় সুর তুলবো গো
আমায় একটু সুযোগ দাও।
নুপুড় পায়ে ছন্দ তুলে নাচবে তুমি
নয়ন মেলে মুগ্ধ চোখে দেখবো আমি।
ভালবেসে তোমায় কাছে পেতে চাই
তুমি নয়ন মেলে চাও ;
মান অভিমান ভুলে সখি ভালবেসে
আমায় আপন করে নাও।
নিলাম্বরী শাড়ী পড়ে আসবে তুমি,
বরনমালা হাতে নিয়ে থাকবো আমি।
দূরে দূরে থেকে কি সুখ তুমি পাও,
কাছে এসে আমায় আপন করে নাও।