শাল পিয়ালের বনেতে
রাঙা মাটির পথেতে
প্রজাপতি উড়ে উড়ে যায়
দোয়েল ফিঙে নেচে বেড়ায় ,
আমার এ মন যে হারায়
পাহাড়ী ঐ ঝর্ণাধারায় ।
হাস্নাহেনা বকুল ফুলে
সুবাস মেখে হৃদয় দোলে
সবুজ শ্যামল মাটির কোলে হায়
মনটা আমার হারিয়ে যেতে চায় ,
প্রজাপতি উড়ে উড়ে যায়
দোয়েল ফিঙে নেচে বেড়ায় ।
শাল পিয়ালের বনেতে
রাঙা মাটির পথেতে
প্রজাপতি উড়ে উড়ে যায়
দোয়েল ফিঙে নেচে বেড়ায়
আমার এ মন যে হারায়
পাহাড়ী ঐ ঝর্ণাধারায় ।
আকাশে ঐ কাল মেঘের ভেলা
বৃষ্টি ভেজা অঙ্গ সারাবেলা
নে আমার ভাললাগার আবীর ছড়ায়
অঙ্গে আমার ভালবাসার কাঁপন ধরায়
প্রজাপতি উড়ে উড়ে যায়
দোয়েল ফিঙে নেচে বেড়ায় ।
শাল পিয়ালের বনেতে
রাঙা মাটির পথেতে
প্রজাপতি উড়ে উড়ে যায়
দোয়েল ফিঙে নেচে বেড়ায়
আমার এ মন যে হারায়
পাহাড়ী ঐ ঝর্ণাধারায় ।