আলোকমালার ঝলক দিয়ে ভরিয়ে দাও,
ভালবেসে জীবনটাকে রাঙিয়ে দাও ;
প্রেম দিয়ে আজ ভুবনটাকে ভরিয়ে দাও,
আঁধার রাতে আলোর প্রদীপ জ্বালিয়ে দাও।
দূরের মানুষ কাছে টেনে জড়িয়ে নাও,
ভালবাসায় আনন্দে মন ভরিয়ে নাও।


মরা গাঙে বান ডেকেছে আয়রে আয়,
ভালবেসে বাধবি ঘর আয়রে আয় ;
প্রেম কাননে ফুল ফুটেছে আয়রে আয়,
সেই কাননে দুলবি দোলায় আয়রে আয়।
ভালবেসে মন পেয়েছো আরও কি চাও,
হাসি কান্নায় জীবনটাকে ভরিয়ে নাও।


দিন বয়ে যায় রাত কেটে যায় তোমার দেখা নাই,
থাকলে দূরে কাছে তোমায় কেমন করে পাই ;
এসো কাছে  বন্ধু আমার ভালবাসা চাই,
আলোকমালায় পথ চিনে তাই সম্মুখ পানে দাই।
ভালবেসে মন পেয়েছো আরও কি চাও,
হাসি কান্নায় জীবনটাকে ভরিয়ে নাও।