ও রাহে মেরি রাহে তেরি আঁখে ভরদে
যদি না পাই দেখা।
তোমার গগনে যেতে চাই
আমার মনে যদি বাধো বাসা।
আলো আশা ভালবাসা যাওয়া আসা
তোমার ওই কাজল কালো চোখে
ঘোমটা ঢাকা মুখে আবির রঙ মাখা।
ও রাহে মেরি রাহে তেরি আঁখে ভরদে
যদি না পাই দেখা।।


তোমার আমার মিলনে
হবে চির মালা গাঁথা।
যদি পার ধর একটু হাত
দেব ছাড়ি সব সংঘাত।
পাই যদি তোমার  দেখা।
ও রাহে মেরি রাহে তেরি আঁখে ভরদে
যদি না পাই দেখা।


ও রাহে তু জামানা ছেড়ে দে আজিকে
সকল তমশার ঘোর কেটে
চলে আসো ধর দুটি হাত
বল হবে কবে সাথী আমার।
তু মিল জায়েগি তো
সারা দুনিয়া যাবে দেখা।
ও রাহে মেরি রাহে তেরি আঁখে ভরদে
যদি না পাই দেখা।।


               বৃষ্টি মন্ডল
                (বনি)