ঘুমে ঘুমে আর দেখব না স্বপন
জেগে জেগে স্বপ্ন দেখে করব বাস্তবায়ন।
ঘুমে ঘুমে কত স্বপ্ন দেখি রোজ ই আমি
স্বপ্ন ঘুমে ভূতটা দেখে মাঝ রাতে যাই জাগি
স্বপ্ন দেখি কে যেন পিছে করছে আমায় তাড়া
ভয়ে আমি জোরছে ছুটি যায় না আগে বাড়া
দেখি আরও পাখির মত ছুটছি বনে বনে
প্রজাপতির মত হয়ে চলছি তেপান্তরে।
এসব স্বপ্ন সবাই দেখে
স্বপ্ন নয়তো এসব
স্বপ্ন হলো দৃঢ় কাজে
নেয়া কঠিন শপথ।
স্বপ্ন হলো দেশটা গড়ব মেধা ও যোগ্যতাতে
আত্মগঠন করব নিজে চলব সততাতে।
আত্মগঠন করব নিজে চলব সততাতে।
ঘুমে ঘুমে আর দেখব না স্বপন
জেগে জেগে স্বপ্ন দেখে করব বাস্তবায়ন।