সবার চেয়ে দামি জানি যা পেয়েছি আমি
আমার এই ছোট্ট ঘরে অনেক ভালবাসা
ছোট্ট মাটির টবে নানান ফুল ফোটানোর আশা ।
তাকে যত্ন করে বুকে রাখি ধরে ।।


বারান্দা এক চিলতে আমার দু’পা হেটেই শেষ
তাও ভালই লাগে বেশ সেখানে সোনালী রোদ ঝরে
রূপালী জোছনা হেসে লুটিয়ে পড়ে ‌।
তাকে যত্ন করে বুকে রাখি ধরে ।।


এলে আর দিইনি যেতে বসন্তকে
রেখেছি লুকিয়ে তাকে মনে মনে চোখে চোখে ।


ছোট্ট আমার পিদিমটাকে যে বাড়ায় আলোর হাত
যখন নামে আঁধার রাত,
দেখি সে জড়িয়ে সোহাগ ভোরে
রাতকে দেয় মিলিয়ে নতুন ভোরে ।
তাকে যত্ন করে বুকে রাখি ধরে ||