নানা দেশ ঘুরে যেখানেই গান গেয়েছি
আমি দেখতে তোমায় পেয়েছি ।।


দেখতে পেয়েছি সেই দুটি চোখ প্রথম সারির ভিড়ে
গানের পাখীকে ডাকে সে প্রাণের নীড়ে
তোমার মনের সুরভি দিয়েই আমার এ মন ছেয়েছি ।।


জানিনা ঠিকানা আমি জানিনা তোমার নাম
তাই গান গেয়ে শেষ অনুরোধ জানালাম ।


সেদিন গানের সভা থেকে আর কোন ডাক আসবে না
অচেনার মত হয়ে যাবে সব চেনা
শুধু সামনে দাঁড়িয়ে একবার যেমন দেখতে চেয়েছি ।।