ক্ষতি কি না হয় আজ পড়বে,
মেটেরিয়া মেডিকার কাব্য
নয়তো বা ফার্মাকলজিটাই
নিয়ে আজ লেকচারে নামব, লেকচারে নামব ||
তারপর দৃষ্টির ছুরিতে ডিসেকশন শিখবে,
ষ্টেথিসস্কোপ লাগিয়ে সিম্ টম্ লিখবে
ওরাল জবাবগুলো হওয়া চাই রীতিমত কানে সুখশ্রাব্য |
হয়তো বা আউট ডোরে এমনি ডিউটিটা কোনও দিন পড়বেই
প্রেসক্রিপশন মতো হয়তো মিকশ্চার গুলো সার্ভ করবে ।
আউটডোরে এমনি ডিউটিটা পরবে,
প্রেসক্রিপশন মত মিকশ্চার সার্ভ করবে
সবদিকে আগে দেখে তবে তো ডিগ্রী দেবার কথা ভাববো
নয়তো লেকচারে নামব ||