জলতরঙ্গ বাজে আনমনা সাজে,
কেন যেন হলো না রে কলস ভরা যে ।।
আকাশে নদীতে ছড়িয়ে ছড়িয়ে গেছে মন
আখিরও পাখিরও আকুলি বিকুলী সারাক্ষণ,
কি আমি চাই কাকে বোঝাই
বেলা যে কেটেছে কাজে অকাজে ।।
জল তরঙ্গ বাজে,
তাতা থাইয়া থাইয়া দোলে পুরবাইয়া
নাচে বরষা যে ।
একেলা একেলা যে ভালো লাগে না কিছু আর
এলে কি এলেনা কেবলি করেছি ঘর বার,
কি আমি গাই কাকে শোনাই
নিজেকে নিয়ে যে মরি গো লাজে ।।