যে আঁখিতে এতো হাসি লুকানো
কুলে কুলে তার কেনো আঁখি-ধার,
যে মনের আছে এতো মাধুরী,
সে কেন চলেছে বয়ে ব্যাথা ভার ৷।


দীপের শিখায় এতো আলো যে
তবু কেন কাজলে সে কালো যে
একেলার ভালো-লাগায় কি আসে
কেঁদে কেঁদে হতে চায় দু'জনার ।।


সাগর কখনো চেয়ে দেখে না
বুকে তার কী রতন রয়েছে,
কাঙালের মত তিলে তিলে সে
ফিরে ফিরে অবহেলা সয়েছে ।


প্রেম যদি ভরে এতো সুধা গো
তবু কেন হৃদয়ের ক্ষুধা গো।
যে মেঘে রয়েছে এতো মমতা
কেন তার বিদ্যুতে হাহাকার ।।