হাজার বছর পরে আবার এসেছি ফিরে
বাংলার বুকে আছি দাঁড়িয়ে
টেনেছে দুদিক থেকে বুক ভরা ভালোবাসা
আবার দু'হাত যেন বাড়িয়ে।।


দেখছি আকাশ নীল সাদা সাদা মেঘ
শিউলী গন্ধে দোলা হাওয়ার আবেগ।
পুরনো দিনের চেনা ঐ বনছায়া পথ
লুকোচুরি খেলা খেলে হারিয়ে।।


অনেক জমানো কথা সুরের সোহাগ পেয়ে
গান হয়ে মন ছুঁয়ে গেল
কী যেন একটি সুখে অভিমান ব্যাথা জ্বালা
আঁখি জলে সব ধুয়ে গেল


আবার দেখছি ঐ ভেজা ভেজা চোখ
এনেছে ক্লান্তি ভোলা সোনার আলোক
শুনছি তোমার ডাকে জীবন ডাকছে যেন
মরণের সীমানাটা ছাড়িয়ে।।