আমি আজ আকাশের মত একেলা
কাজল মেঘের ভাবনায়,
বাদলের এই রাত ঘিরেছে ব্যাথায় ।।
সজল উদাস বায়ে বুকের কাছে
স্বরণের তারাগুলি ঘুমায়ে আছে
বিলাপের ভাঙ্গা সুর থেমে গেছে আঁধার বীণায় ।।
দু’টি গান দু’টি প্রাণ দু’টি মন
এই নিয়ে দু’জনার এ ভুবন,
এ জীবন দেখেছিলো শরতের সোনার স্বপন ।
সে সাধ অতীত আজ কাঁদে নিরালা
নিয়ে শুধু বিজলীর দহন জ্বালা
চকিত আলোয় তাঁর আঁখি মোর দিশা যে হারায় ।।