আহত পাখী কি করে গাহিবে গান
তার বুকের রুধিরে দিন হোলো অবসান ।‌।


তার শূন্য নীড়ে হাহাকার কেউ শোনে না----
তার পথ চেয়ে ওগো কেউ আর দিন গোনে না


তার থরথর ঠোঁটে এক ফোটা জল কে দেবে -----
তার হৃদয়ের ব্যথা সম ব্যথা হ’য়ে কে নেবে


তার চোখের আঁধার চারিধার করে ম্লান
কি করে গাহিবে গান
তার বুকের রুধিরে দিন হোলো অবসান ।