ঐ দেখ আকাশে জ্বলছে তারা,
এলোমেলো আঁধারে আলোর ধারা,
ঝিরিঝিরি বাতাসে নীল শাড়ি উড়ছে
যেন ময়ুরের পেখমটা শূন্যে দুলছে
তোমার রূপে পাগল পারা।
এই জোছনা রাতে, প্রেমের খেলা
মেতে চলি , চলো- ভাসায় ভেলা
রাতের আকাশে কালো মেঘ ভাসছে
জোছনায় মায়াময়ী তুমি আমার পাশে
চলো হারাই আজ খুশির মেলা।
ঐ দেখ চাঁদের বুকে যুগল মিলন
আমরা ভেসে যায় -থাকি আজীবিন
পাশাপাশি কাছাকাছি থাকবো মোরা
তার খুশিতে আজ রজনী পাগলপারা
এই যে মোদের চোখের স্বপন।
রচনাকাল
২৯ । ০৮ ।২০১৭
আবুধাবী