এত ডাকি সাড়া দেওনা,থাকো তুমি গোপনে
কত আপন ভাবি তোমায়,মন জানে আর প্রান জানে।।
নয়ন জলে বুক ভাসাইলাম,একবার শুধু দেখিতে
শুন্য জীবন ধন্য হইত তুমি যদি আসিতে,,
একবার যদি দাওগো দেখা,থাকবে না ব্যথা এ মনে,
কত আপন ভাবি তোমায়,মন জানে আর প্রান জানে।।
রোজ নিশিতে সাজাই বাসর তুমি আসবে বলে
বাসর শয্যা মিথ্যা হবে এবার তুমি না আসিলে,,
ফুলের মালা বাসি করে তুমি থাকো কার সনে
কত আপন ভাবি তোমায় মন জানে আর প্রান জানে।।
তোমারে পাওয়ার আশায় দেশ বিদেশে ঘুরে বেড়াই
এ জীবনে না পাইলেও, পরজন্মে যেন পাই
শেখ আনোয়ার তোমার প্রেমে মরা,জায়গা নাই তোমার মনে,
কত আপন ভাবি তোমায় মন জানে আর প্রান জানে।।
রচনা, ০৯,০৪.২০১৬.