তুমি কাউকে রাখো অট্টালিকায়,
কাউকে কর দেশান্তরি,
এ তোমার কেমন খেলা
কেমন তোমার কারিগরি,,


নিঃসন্তানকে দিলা তুমি টাকারই পাহাড়,
তৃপ্তি মিটিয়ে করতে পারে না,  দু মুঠো আহার,
যক্ষারুগীর সাত কন্না সন্তান
কামাই রুজির নাই কড়ি,,,,,,,,
এ তোমার কেমন খেলা
কেমন তোমার কারিগরি,,


দ্বিনের আলোয় যাকে পুর্ন করলায় দুনিয়ার বুকে
হেদায়েতের কেনো কমতি রাখলায় জনসম্মুখে
শয়তান নামে লকব পেয়ে
সদাই করছে কেলেঙ্কারি,,,,,,,,


সুন্দর মনোহরে ঘেরা সাজানো এই ভুবন
নিমিষেই করতেছো ধ্বংসের প্লাবন
শেখ আনোয়ার কয় তুমিই সকল
তোমার হাতেই নাটই ঘুড়ি
এ তোমার কেমন খেলা
কেমন তোমার কারিগরি