স্বর্ণলতায় ঝর্ণাতলায় দোলন-চাঁপার গাছে
আমি প্রতিদিন তোমাকেই দেখি
দেখি হৃদয়ের কাছে ।।


স্বদেশ আমার তোমার দু’চোখে
কী মায়া দেখি যে আনন্দ-শোকে
বোঝাতে পারিনা সে ভাষা আমার
চোখের তারায় নাচে ।।


যে ফুল ফোটাও ধূসর-ধূলায়
প্রাণ মাতে তার গন্ধে
যে নদী বহাও উদ্দাম স্রোতে
নেচে উঠি তার ছন্দে ।


নিত্য তোমার রূপের ছায়ায়
কত যে কাহিনী কবি খুঁজে পায়
তোমার মাঝেই ফসলের ঘ্রাণে
জীবনের গান আছে ।।