তোরা দেখ তোরা দেখ তোরা দেখরে চাহিয়া
চোখ থাকিতে এমন কানা কেমন করিয়া।
তোরা দেখ দেখ দেখরে চাহিয়া
রাস্তা দিয়া হাইটা চলে রাস্তা হারাইয়া ।।


হাতের কাছে এইতো মানিক
যেমনি এসে দাঁড়ায় খানিক,
আবার আবার অন্য দিকে
যায় চলে সে মুখটি ফিরাইয়া ।।


ইষ্টিশনে আসলো গাড়ি
ঊঠতে হবে তাড়াতাড়ি,
ও পাগল সঙ্গে আছে টিকিট
তবু পায় না খুঁজিয়া ।।


এই বাজারে আনাগোনা
না করিলেও বেচাকেনা,
মহাজন ছাড়বে না তো
খাতায় দেনা রাখবে লিখিয়া ।।