রংধনু ছড়িয়ে চেতনার আকাশে
আসে আর ভালোবাসে, ভালোবাসে ।।
হৃদয়ের সঙ্গিনী আপনজনা
প্রেমডোরে বন্দিনী চিরবাসনা,
ভাবনার মোহনায় নিরবে মিশে যায়
অনুভবে চলে পাশে পাশে ।।
সাগরের মত চোখ কবিতা হয়ে
দৃষ্টির মায়াজালে নেয় জড়িয়ে
খেয়ালের পৃথিবীতে আধারের ছোঁয়া দিতে
গোলাপের মত যেন হাসে ।।